বইটির লেখক জীবনের প্রতি তার মনোভাব এবং তার দর্শন থেকে আমাদের জন্য কিছু পাঠ শেখাতে চেয়েছেন । তিনি আশা করেন কেবলমাত্র সেই পাঠকরাই তার দর্শনের মূল্যায়ন করবে যারা প্রতিদিনের জীবনে কীভাবে আল্লাহর কাছাকাছি যাইয়া যায় তা নিয়ে ভাববেন। তাঁর দর্শনের সমন্বিত রূপকে বলা হয় ‘তারাফুল’। বিশ্বস্ত হৃদয় আগাছার মত প্রস্ফুটিত হবে - আমরাও তাই আশা করি।