যত সঞ্চয় ছিল গো পরাণে
সম বিস্মৃত রাশি,
ছিল যত সুর মন্দ মধুর
কান্না-বাষ্প-হাসি ,
তাই দিয়ে মোর কাব্যডালা
সাজায়েছি ফুলে ফুলে,
ওগো পুরাতন - কোনো দিনও যেন
যেও নাকো মোরে ভুলে ।
অদৃশ্য যত গোপন প্রণয়
অশ্রুত যত বাণী ,
এই হৃদয়ের গোপন কুটিরে
লুকায়িত ছবিখানি -
সেই প্রেম-গীতি করেছি প্রকাশ
প্রাণের বাঁধন খুলে ,
ছড়ায়েছি মোর বাসনা বিলাস
বসন্তে দুলে দুলে ।