মহানবী (সাঃ) এর সিরাত হল একটি উজ্জ্বল প্রদীপ - যার সামনে আমাদের জীবন একটি একক প্রার্থনার মতো। আমাদের জীবনের প্রদীপ তার আলোয় জ্বলছে। হৃদয়ের জগৎ আলোকিত হয়। আমরা জীবনের রাস্তা ছেড়ে আলোর পথে প্রবেশ করি। কল্যাণের দিকে ধাবিত হও। এই কারণেই সিরাতের মোহনীয়তা এত মহান। পরিচিত ঘটনা ও জানা ইতিহাস বারবার পড়েও মন তৃপ্ত হয় না। এটা যেন সঞ্জীবনী সুধা: আমি যত বেশি পান করি, তত বেশি শক্তি পাই। সিরাত ইবনে হিশাম একটি বহুল পঠিত ও সমাদৃত গ্রন্থ। এটিকে সিরাত শাস্ত্রের প্রামাণিক পাঠ হিসেবে বিবেচনা করা হয়। বইটি সিরাতের সকল পাঠক, লেখক ও গবেষকদের কাছে অত্যন্ত সমাদৃত ও ব্যাপকভাবে গ্রহণযোগ্য। অতএব, আজও, এর সুবিধা এবং জনপ্রিয়তা এক হাজার শতাব্দীরও বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে। এই বইটিতে নবীজির সমগ্র জীবনই আলোকিত হয়ে আছে। তার উজ্জ্বল পাঠের জন্য ধন্যবাদ, সমগ্র মুসলিম উম্মাহ সঠিক পথে পরিচালিত হয়।