মানুষের প্রকৃত সংশোধন কি? প্রশ্নের উত্তর ভিন্ন হতে পারে। একজন খাঁটি বস্তুবাদী তার বস্তুবাদী দর্শনের সঠিক উপলব্ধিকে প্রকৃত সংশোধন বলতে পারেন। কিন্তু নবীজি, আল্লাহ তাঁর উপর বরকত দান করুন, আমাদেরকে তা বলেননি। তিনি বললেন আমাদের মধ্যে এক টুকরো মাংস আছে। এই পেশী সুস্থ থাকলে আমরা সুস্থ থাকি। আর এই মাংস অসুস্থ হলে আমরাও অসুস্থ হয়ে পড়ি। নবীজের এই বর্ণনা থেকে আমরা দেখতে পাই যে, তিনি আসলে দেহের মাংস বলতে হৃদয়কে বুঝিয়েছেন। আমরা এই শব্দটি কোরানের একটি আয়াত থেকে নিয়েছি। আল্লাহ বলেন: "চোখ অন্ধ নয়, হৃদয় অন্ধ।" মানুষের চোখ কখনো বিভ্রান্ত হয় না, কখনো অন্ধ হয় না। ঈশ্বর বলেছেন হৃদয় অন্ধ। কোরান ও নবীর হাদিস থেকে এটা প্রমাণিত যে, আমাদের প্রকৃত সংশোধন মূলত অন্তরের পরিশুদ্ধিতে নিহিত। আমরা যদি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি এবং অবাধ্যতা ও অসচেতনতার গভীর নিদ্রা থেকে জাগ্রত করতে পারি, তাহলেই হয়তো মানব চেতনার প্রকৃত সংস্কার সম্ভব হবে। লেখক ইয়াসমিন মোগাহেদ ঠিক এটাই করতে চান। আন্তর্জাতিকভাবে জনপ্রিয় এই লেখক তার বই "গেট ব্যাক ইওর হার্ট" এর মাধ্যমে মানুষের হৃদয় জাগানোর সুযোগ করে দিয়েছেন। বিস্মৃতিতে ডুবে যাওয়া বিস্মৃত হৃদয়কে প্রকাশ করতে একের পর এক পথ দিয়েছেন। তিনি আমাদের আধ্যাত্মিক বিকাশের কিছু পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন যেগুলি সত্যিই প্রশংসনীয়। এই বইটির অনুবাদ হল "হৃদয়কে জাগ্রত করা।"