আমরা এই পৃথিবীতে সুখী হতে কত সংগ্রাম করি! আমরা সারাদিন যন্ত্রের মত ছুটে যাই সুখের সন্ধানে। বিলাসবহুল বাড়ি, অভিনব গাড়ি এবং প্রচুর টাকা- এগুলো কি সত্যিই আমাদের জীবনে সুখ আনতে পারে? কখনো না। পৃথিবী কখনই পরম সুখের জায়গা নয়। জান্নাত প্রকৃত সুখের একমাত্র স্থান। সেখানে গেলেই সমস্ত দারিদ্র্য দূর হবে, সমস্ত দুঃখ-কষ্ট ও কিছু না থাকার বেদনা দূর হবে। কি আছে এই জান্নাতে? সবাই কেন পেতে চায় জান্নাত? আমি সেখানে কিভাবে প্রবেশ করব? কে যেতে পারে? এসবের উত্তর নিয়েই আমাদের এই বই।