বইটির বৈশিষ্ট্য: কোর্সের মূল লক্ষ্য: ১. একুশ শতকের চতুর্থ শিল্প বিপ্লৰ উপযোগী ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সক্ষম সক্ষতার সনদধারী জনবল তৈরি করা ২. অর্জিত জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্র তৈরি করা। বিষয়ের বৈশিষ্ট্য: 1. কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত কারিকুলাম অনুসারে প্রত্যাশিত শিখনফল ও পারদর্শিতা নির্ণায়কসমূহের আলোকে তৈরি 2. বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা বজায় রেখে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার যথাসম্ভব সুপাঠ্য ও সহজবোধ্য করে লিখিত 3. ধারাবাহিক মূল্যায়নের জন্য “নিজে করো”, “একক কাজ”, “দলগত কাজ”, “কর্মপত্র”, “শ্রেণির কাজ” ইত্যাদি অংশ যুক্ত করা হয়েছে 4. বিগত সালের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র সংযোজন 5. অধ্যায়ের শেষে প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন সংযোজন 6. টপিকের তত্ত্বীয় আলোচনার পাশাপাশি, প্রয়োগক্ষেত্রের পর্যালোচনার ওপর গুরুত্ব প্রদান 7. বিষয়ের উদাহরণ প্রদানের ক্ষেত্রে দেশীয় প্রেক্ষাপটের প্রতি গুরুত্ব আরোপ পাঠ্যসূচি অধ্যায়-১ : অফিস ও অফিস ব্যবস্থাপনা অধ্যায়-২ : অফিসকর্মী ব্যবস্থাপনা অধ্যায়-৩: অফিস ফরম ও অফিস মনিহারি অধ্যায়-৪: অফিস সরঞ্জামাদি অধ্যায়-৫ : অফিসের স্থান নির্বাচন, বিন্যাস ও পরিবেশ অধ্যায়-৬ : নথিকরণ ও সূচিকরণ অধ্যায়-৭ : অফিসিয়াল পত্র ও যোগাযোগ অধ্যায়-৮: অফিস কর্মকর্তা ও কর্মচারী অধ্যায়-৯ : অফিস খরচ হিসাবরক্ষণ অধ্যায়-১০ : ডাক যোগাযোগ ও কম্পিউটারভিত্তিক যোগাযোগ অধ্যায়-১১: অফিস কর্মকর্তা ও কর্মচারী অধ্যায়-১২: সভা/অনুষ্ঠান ও নোট লিখন