নূরুল আনওয়ার কিতাবটি মূলত আল-মানার কিতাবের ব্যাখ্যা। উসূলে ফিকহের ওপর লিখিত এ অনন্য গ্রন্থটি বিশ্বের আলেম সমাজের নিকট সমানভাবে সমাদৃত। এ গ্রন্থটি প্রণয়ন করেছেন আল্লামা আহমদ ইবনে সাঈদ মোল্লাজিউন (র)। ফিকহের মাসয়ালার মান যাচাই করতে উসূলে ফিকহের বিকল্প নেই। মুজতাহিদ ফোকাহায়ে কেরাম নিজ নিজ ইজতেহাদ মোতাবেক বিভিন্ন মাসয়ালা বের করেছেন। আর ইজতেহাদী মাসায়েল বর্ণনা কোনো নীতিমালা ছাড়া সম্ভব নয়। তাই কওমী মাদরাসাসহ অন্যান্য দীনি প্রতিষ্ঠানে এ কিতাবটির গুরুত্ব অনেক বেশি। এটি সরকারি ও বেসরকারি মাদরাসা ও বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠানে পাঠ্য।