এই বই আপনাকে সফলতার দৌড়ে দূর্বার গতিতে এগিয়ে যাওয়ার কথা বলবে না। বরং আপনাকে থামিয়ে দিবে। কিছুক্ষণের জন্য ব্রেক এনে দিবে। বলবে অনেক হয়েছে এবার একটু থামুন!!! দৌড়াবার আগে লাইফটা বুঝে নেই, কিসের আশায় কেন দৌড়াচ্ছি? সবাই শুধু জীবনে বড় হওয়ার মন্ত্র শেখায় কিন্তু সুন্দর করে জীবনটা যাপনের পথ কেউ খুঁজে দেয় না। জীবনে সফল হবার চেয়ে সফলভাবে জীবন যাপন করতে জানাটা জরুরি। পিছিয়ে গেলে কেউ পাত্তা দেয় না, হেরে গেলে সবাই দূরে সরে যায়। কিন্তু আমিতো আমাকে ফেলে যেতে পারি না। আমার আমিকে নিয়ে কীভাবে চলবো বন্ধুর পথগুলো ? এই বইটি নিজের ভেতরের সেই একান্ত কথাগুলোই বলেছে। জীবন সম্বন্ধে ভিন্ন কিছু দৃষ্টিভঙ্গী তুলে ধরতে চেয়েছে। এ যেন নিজের সাথেই নিজের কথা বলা এবং বোধোদয় এর জন্ম দেয়া। বইটি পড়তে পড়তে বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে থাকা কষ্ট, হতাশা, ব্যর্থতা আর দুশ্চিন্তার বোঝাটা নিমিষেই কোথায় যেন উধাও হয়ে যায়। ভাবনার জগতে নতুন একটা রাজ্যের সন্ধান মেলে, ধন, সম্পদ ছাড়াই নিজেকে প্রাচুর্যময় লাগে। এ বই পাঠকের মনের বন্ধ দরজা খোলার চাবি হাতে তুলে দিবে।জীবনের মানে কি? হুম এমন একটি অধ্যায়েই সূচনা হয়েছে বইটি। ভিন্নভাবে জীবনের মানে খোঁজার চেষ্টা হয়েছে। বিজনেস বুঝলাম,প্রযুক্তি বুঝলাম,প্যারালাল ইউনিভার্স বুঝলাম,মেশিন লার্নিং বুজলাম এভাবে কত কিছুই প্রতিদিন শিখছি জানছি কিন্তু বুঝিনা শুধু লাইফ। তাইতো আমাদের ভেতরে বিশাল এক শূন্যতার ব্লাকহোল। ভেতরের শূন্যতা পূর্ণ করতে,জীবন সম্পর্কে ভাবনার জগতটা পাল্টে দিতেই মাস্টারিং ইয়োর লাইফ বইয়ের সূচনা।