ভর্তিচ্ছু প্রতিটি শিক্ষার্থীদের হাতে কৃষি বিচিত্রা বই তুলে দিতে আমরা বদ্ধপরিকর। একটি ভালো বইয়ের অভাববোধ থেকে কারো যেন প্রস্তুতি বাধাগ্রস্থ না হয়। তাছাড়া দেশসেরা শিক্ষকদের সাথে কৃষি গুচ্ছ প্রস্তুতির সুযোগ থাকছে। কৃষিতে প্রতিযোগিতা তুলনামূলক কম একটু ভালো করে পড়লে কৃষিতে নিশ্চিত চান্স পাওয়া সম্ভব। জয়কলি’র কৃষি বিচিত্রা বইটিতে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের অধ্যায়ভিত্তিকভাবে সমস্ত গুরুত্বপূর্ণ অংশের সহজ, মনে রাখার মত এবং ব্যাখ্যামূলক উত্তর, বিগত সালের প্রশ্নোত্তর দেওয়া আছে। যার ফলে একটি প্রশ্নের উত্তর পড়লে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পড়া হয়ে যায়। তাছাড়া বইটি থেকে বিগত সালের ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন তোমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিবে কয়েকধাপ উপরে।