আপনি কি সফল হতে চান?
কে না সফল হতে চায়! তাই কীভাবে সফল হওয়া যায় সে ব্যাপারে সবাই চিন্তা ভাবনা করে, সফল মানুষদের জীবনী থেকেও জানার চেষ্টা করে। তবে সফলতম মানুষদের একেকজন একেকভাবে সফল হয়েছেন। প্রত্যেকের কাজ করার ক্ষেত্র, সময়ও আলাদা আলাদা। এ কারণে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য কনফিউজ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক যে কীভাবে সফলতা অর্জন করা যায়।
আমি নিজে বেশ কিছু বই পড়ার চেষ্টা করেছি। এ রকম একটা বই পেয়েছিলাম যেখানে ছিল সফলতার ৭৫টি ধাপ। আরেকটাতে পেয়েছিলাম ২৫টা ধাপ। আমার মনে হয়েছিল এইগুলো পড়ে অনুধাবন করতে করতেই তো জীবন শেষ হয়ে যাবে! তখন থেকেই চিন্তা ভাবনা ছিল, স্বপ্ন দেখতাম সফলতা অর্জনের জন্য সহজ ভাষায় কীভাবে একটি বই লেখা যায়, যেটা যেকোনো বয়সের, যেকোনো পেশার মানুষের জন্য কার্যকরী হবে।
কোড অব সাকসেস সেই স্বপ্নেরই প্রতিফলন।