জিলহজ মাস বছরের এক পবিত্র ও মহিমান্বিত মাস । ইব্রাহিম (আঃ) মক্কয় থাকালালীন সময়ে একদিন স্বপ্নে তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার আদেশ পেলেন। আদরের ছেলেকে স্বপ্নের কথা জানান। ছেলে ইসমেইল মুখে হাসি রেখে বললেন, "বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন টা পালন করুন। আমি এই কাজে ধৈর্য্য ধরব''। ইসমাইল (আঃ)-এর কুরবানী হয়নি, কিন্তু আল্লাহর পথে পশু কোরবানি করার প্রথা আমাদের ধর্ম ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। তাই মুসলমানদের জন্য জিলহজ্জ মাসের মাহাত্ম্য, তাৎপর্য ও ফজিলত অনেক বেশি। আর এ মাসে সারা বিশ্বের মানুষ হজ পালনের জন্য কাবার সামনে সমবেত হন। লক্ষ লক্ষ মুসলমান মিনায় অবস্থান করে, সাফা মারওয়ায় ছুটে যান, মুজদালিফায় পাথর নিক্ষেপ করেন এবং মদিনা যান। তারা শুধু একবার কাবার কালো ঘোমটা স্পর্শ করতে চায়। তাদের জন্য, জিলহজ্জ মাস এমন একটি মাস যা স্বপ্নকে স্পর্শ করে এবং এই বরকতময় মাসটি বিশেষ রীতিনীতি দ্বারা পরিবেষ্টিত। যারা এই মাসের ফজিলত অনুধাবন করে আমল করে তারা আল্লাহ থেকে পাবেন পুরষ্কার।