আমরা হয়তো অনেকেই জানি না জনপ্রিয় লেখক আরিফ আজাদের তৃতীয় বইটি এবারের বইমেলায় প্রকাশিত হবে। "উত্তর" তবে এখানে শুধু আরিফ আজাদের লেখাই উপস্থাপন করা হয়নি, বইটিতে বাংলাদেশের বিখ্যাত কয়েকজন লেখকের লেখাও রয়েছে যারা ইসলাম ও ইসলামের সত্যের বিরুদ্ধে উত্থাপিত কিছু সংশয়বাদী প্রশ্নের উত্তর লিখেছেন। তারা:
ডাঃ. শামসুল আরেফিন শক্তি, মুশফিকুর রহমান মিনার, রাফান আহমেদ, শিহাব আহমেদ তুহিন, আরিফুল ইসলাম, জাকারিয়া মাসউদ, মহিউদ্দিন রূপম, মুরসালিন নিলয় প্রমুখ। সম্পাদনাঃ মুফতি তারেকুজ্জামান, মুফতি আবুল হাসানাত কাসিম, উস্তাজ আবদুল্লাহ মাহমুদ, জাকিয়া সিদ্দিকী।