আমাদের জীবন খুব ছোট। আমরা চাইলেও এই ছোট জীবনে খুব বেশি আমল করতে পারি না। আর তাই আল্লাহ তায়ালা তাঁর অনুগ্রহে আমাদেরকে বিপুল সাওয়াব পাওয়আর ব্যবস্থা করে দিয়েছেন। একটু বুদ্ধিমত্তা ও একটু চিন্তা-ভাবনা করে যদি আমরা কিছু কাজ নিয়মিত করতে পারি, তাহলে অল্প সময়ের মধ্যেই আমাদের সাওয়াবের পরিধি অনেক বেশি হয়ে যাবে। হাশরের ময়দানে যদি কেউ কাউকে চিনতে না পারে তবে এই কাজগুলোই হবে আমাদের একমাত্র সম্পদ, জাহান্নাম থেকে মুক্তির অন্যতম মাধ্যম। "জান্নাতি্দের আমল" বইটিতে পাতায় পাতায় বর্ণিত হাজারো আমল, শহীদ না হয়ে শাহাদাত এর মর্যাদা, কবরের আযাব থেকে চির মুক্তি, হাশরের ময়দানে আরশের ছায়া, প্রিয় নবীর শাফায়াত কিভাবে পেতে পারি।