আমরা মুসলমানদের হালাল-হারামের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অবশ্য, কিছু কিছু জিনিসের হালাল ও হারামের ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। হালাল হলে হারাম কেন, হারাম হলে হালাল কেন? আমরা দিশেহারা। যাইহোক, আপনি যদি হালাল বা হারাম কিছু তৈরি করতে হয় তার কয়েকটি মৌলিক নীতি জানেন তবে আপনি এই পরিস্থিতি থেকে অনেকাংশে বেঁচে থাকতে পারেন। একজন মুসলমানের জন্য কোন কাজ এক জায়গায় হালাল আর কোনটা হারাম অন্য জায়গায় বা অন্য সময়ে গ্রহণযোগ্য নাও হতে পারে। এই এবং অনুমোদিত না কেন কারণ কি? ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে প্রভাবিত করে এমন অসংখ্য বিষয়ের ব্যবহারিক আলোচনার সাথে ডাক্তার ড. ইউসুফ আল-কারজাবি রাহিমাহুল্লাহর বিশ্ববিখ্যাত বই "হালাল-হারামের বিধান" শিরোনামে প্রকাশিত হয়েছিল।