যারা লেখালেখি বা সাংবাদিকতার সঙ্গে জড়িত তারা জানেন যে সাম্প্রতিক বছরগুলোতে উচ্চশিক্ষা, গণমাধ্যম ইত্যাদি বিষয়ে বিশ্লেষণধর্মী লেখার প্রতি পাঠকের আগ্রহ বিশেষভাবে বেড়েছে। রাজনীতি বা অর্থনীতি ইত্যাদি গতানুগতিক ধারার বাইরের লেখার প্রতি পাঠক আগ্রহ প্রদর্শন করছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে র্যাংকিং, শিক্ষার আন্তর্জাতিকীকরণ, দেশে শিক্ষা ও গবেষণার পরিবেশ ইত্যাদি বিষয়ে সবাই সামাজিক মাধ্যমে বিতর্ক করছেন। আবার গণমাধ্যমের আধিক্য ও সেই সঙ্গে গণমাধ্যম-সাক্ষরতা বা মিডিয়া লিটারেসি বৃদ্ধির কারণে গণমাধ্যমের বিষয়াদি জানার ব্যাপারে পাঠক আগ্রহের কমতি নেই। বইটিতে লেখকের অভিজ্ঞতা ও পাঠকের আগ্রহ বিবেচনায় নিয়ে এই ধরনের বিষয়ে বিশ্লেষণধর্মী লেখার প্রচেষ্টা নেওয়া হয়েছে। বইটি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত লেখকের নির্বাচিত কলামের সংকলন। ঢাকার মূলধারার বিভিন্ন পত্রপত্রিকায় এগুলো প্রকাশিত হয়েছে। লেখাগুলো মূলত তরুনদের উদ্দেশ্যে লেখা তবে স্বাতন্ত্র্য বজায় রাখার প্রচেষ্টায় লেখাগুলো কিছুটা সেমি-একাডেমিক ধরনের । সংশ্লিষ্ট বিষয়ে তরুণ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য নির্বাচিত কলামগুলো নিয়ে বইটি প্রকাশ করা হয়েছে।