প্রতিটি ভাষারই রয়েছে অলংকারশাস্ত্র। আরবি ভাষা বিশেষত পবিত্র কুরআন ও হাদীস শরীফ অধ্যয়নের জন্যে ইলমুল বালাগাত তথা আরবি অলংকারশাস্ত্র জানা আবশ্যক। কারণ, পবিত্র কুরআন ও হাদীস শরীফ উভয়েরই ভাষা উচ্চাঙ্গের অলংকারে পরিপূর্ণ। হেফনী বেগ নাসেফসহ মিসরের খ্যাতনামা চারজন মনীষী কর্তৃক আরবি অলংকারশাস্ত্রে রচিত ‘দুরূসুল বালাগাত’ একটি চমৎকার গ্রন্থ। আরবি অলংকারশাস্ত্রের খুঁটিনাটি প্রায় সবদিক তাঁরা সংক্ষিপ্তাকারে যথাযথ উদাহরণের মাধ্যমে উত্তমরূপে তুলে ধরতে সমর্থ হয়েছেন। তাই রচিত হওয়ার পর থেকেই এ কিতাবটি ব্যাপক সমাদৃত হয় এবং পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়।