আমাদের জীবনের সকল সমস্যার সুন্দর সমাধান পাওয়া যায় নবীজির হাদিসে, আল্লাহ তাকে শান্তি দান করুন। কিন্তু এতগুলো হাদিস দিয়ে আমরা কিভাবে বুঝব কোন হাদিসগুলো বিশুদ্ধ, কোনটা দুর্বল আর কোনটা জাল? আর এই ছয়টি কিতাবের হাদিসগুলোই সবচেয়ে বিশুদ্ধ হাদিস। "বিষয় অনুসারে বিশুদ্ধ হাদীসের সংগ্রহ" এই ব্যবস্থাটি কুতুব শাতার সাধারণ হাদীসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। যারা জ্ঞান অন্বেষণ করেন তাদের জন্য এ ধরনের বই সংগ্রহ করা কঠিন। ইনশাআল্লাহ, সমাজের সকল সদস্য এই সত্য-টু-জীবন হাদীস থেকে উপকৃত হবেন।